রংধনু স্পোর্টিং ক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাসান সায়েম: 

জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন এর ২নং ওর্য়াড পাতিলাসাঙ্গনে রংধনু স্পোর্টিং ক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে পাতিলাসাঙ্গন গ্রামের একটি হল রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৬নং সাগরনাল ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আহমদ রুলন। বিশেষ অতিথি ছিলেন সামসুল ইসলাম নুনু, তৈয়বুননেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ ছাত্রলীগপর সাবেক যুগ্ন আহ্বায়ক তাপস দাস, সাকির আহমদ প্রমূখ।


এসময় ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ টিপু, ক্লাবের অধিনায়ক আবু তাহের রুমনসহ উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের সকল সদস্য বৃন্দ।

আরও পড়ুন: ডাক বিভাগের নতুন মহাপরিচালকের বাড়ি জুড়ী উপজেলার পাতিলাসাঙ্গনে

এর আগে স্বাগত বক্তাব্য রাখেন ক্লাবের সভাপতি জুড়ি প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষক ও রংধনু স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক আব্দুল হাই মোমেন।  

ক্লাবের এগিয়ে যাওয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন তিনি।

উল্লেখ্য, ক্লাবের পথচলা শুরু ২০০৬ সালের ১২ ডিসেম্বর। মাত্র পনেরো বছরের ব্যবধানে ধীরে ধীরে এখন ক্লাবটি উপজেলার কয়েকটি অন্যতম শক্তিশালী স্পোর্টস  ক্লাবের মধ্যে আত্মপ্রকাশ করেছে।  ক্লাবটি এই পনেরো বছরের মধ্যে অনেক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ এর গৌরব অর্জন করেছে। 

জুড়ীরসময়/ডেস্ক