ছবিঃ ধান কাটতে মাঠে শিশুরা

শিশুরাই হবে আগামীতে দেশের ভবিষ্যৎ। একেকজন একেক কর্মস্থলে কাজ করবে। ছবিতে কয়েকটি শিশু ধান কাটতে দেখা যাচ্ছে। পাশাপাশি ধান মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছে। এখন তারা হয়তো শখের বশে বিষয়টি করছে। কিন্তু যখন তারা দেশের বড় বড় পর্যায়ে থাকবে তখন যদি তারা আসলেই কৃষকদের কষ্ট ও তাদের কি প্রয়োজন, কিসের প্রয়োজন না সেই জিনিসটা বুঝতে পারবে যার ফলে তারা জনগণের কল্যাণে কাজ করবে। ছবিগুলো কুলাউড়া উপজেলার ভূকশিমইল এলাকা থেকে তোলেছেন মশাহিদ আলী।

পরিবারের অন্যান্যদের মতো শিশুরাও ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। হোক সেটা শখের বশেই 

কাঁধে ধান নিয়ে বাড়ির পথে তারা

কি খুশি মনে ধানের আটি বাঁকে তোলছেন তারা। কিছুক্ষণের মধ্যে বাড়ির পথে রওয়ানা হবেন

হাওর থেকে ধানের বোঝা কাদে নিয়ে বাড়ি ফিরছেন শিশুরা


জুড়ীরসময়/ডেস্ক