কবিতাঃ স্বার্থের প্রয়োজনে


স্বার্থের প্রয়োজনে

-শফিকুল ইসলাম

আমি স্বার্থপর

আমি স্বার্থের প্রয়োজনে,

তোমার বাধ্য থাকি

প্রশংসায় রাখি তোমায় পঞ্চমুখ।

স্বার্থের উপর একটু আচঁড় লাগলে পরে হায়

পাল্টে যায় চেহারা কিংবা মুখ।


আমি স্বার্থপর

আমি স্বার্থের প্রয়োজনে,

আমি পরকে করি আপন

আবার আপনকে করি পর।

স্বার্থের প্রয়োজনে আমি

কখনো কোমল কখনো স্বর্থপর।

আমি নির্লজ্জ আমি বেহায়া

চোখে নেই একটুও লজ্জা শরম।

আমি স্বার্থের প্রেমে অন্ধ প্রেমি

প্রয়োজনে খুন ঘুম আমার ধরন।


আমি স্বার্থপর

আমি স্বার্থের প্রয়োজনে,

করতে পারি খুন, বউ-বাঁচ্চা আত্মীয়-স্বজন

তাদের জন্য একটুও কাঁদবে না আমার মন।

নির্দিধায় শত মায়ের বুক করতে পারি খালি

নির্ভয়ে যে কাউকে করতে পারি গালাগালি।


আমি স্বার্থপর

আমি স্বার্থের প্রয়োজনে,

কোনো এক পক্ষের হাল শক্ত করে ধরি

স্বার্থের অংকটা হয় যদি একটু ভারি

আবার বিপক্ষও হয়ে যেতে পারি।

আমি গিটগিটির মত রং পাল্টাই তাড়াতাড়ি।


আমি স্বার্থপর

আমি স্বার্থের প্রয়োজনে,

ন্যায় আর অন্যায় করি না বিচার

চাই শুধু তালগাছটা হোক আমার ।

পিছু লোক কিছু বলবে এই ভেবে

মুল্যায়ণ করি না কিছু তবে।


আমি স্বার্থপর

আমি স্বার্থের প্রয়োজনে,

হতে পারি সনাতন ধর্মের বলির পাটা

কিছু যায় আসেনা হয় যদি মোর লেজ কাটা।

আমি অথর্ব আমি অসভ্য এক প্রাণী

জাতির বিবেক জ্ঞানী আর গুনি

খুন-ঘুম করে তাদের লাশ নিয়ে করি টানাটানি।


আমি স্বার্থপর

আমি স্বার্থের প্রয়োজনে,

পাল্টাতে পারি দল

অসহায়কে উচ্ছ্বেদ করে তার জমি করতে পারি দখল।

কে মরলো কে বাঁচলো এসব ভাবিনা

আমি ক্ষমতা ঠিকাতে এসব ভাবার সময় পাইনা।


আমি স্বার্থপর

আমি স্বার্থের প্রয়োজনে,

তোমার পথে চলি

আর তোমারই গান গাই।

তোমার কথা লিখি

প্রয়োজনে আছি প্রয়োজনে নাই।

জুড়ীরসময়/ডেস্ক