জুড়ীবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন তাপস


সায়েম হাসান::

সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব, শ্রী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাসের পক্ষ থেকে, জুড়ী উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল সম্প্রদায়ের মানুষদের শারদ উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তাপস দাস এর শুভেচ্ছা বরেন- দূর্গা পূজা সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব -এবারের শারদীয় দূর্গা পূজা ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে -তাই সকলেই সরকারের স্বাহ্য মন্ত্রালয়ের দেওয়া নির্দেশনা মেনে উদযাপন করার আহবান জানাই। 

প্রতিবারই দেবী দূর্গার আগমন ঘটে অসুরকে বদ করার জন্য - সম্প্রতি সময়ে আমাদের সমাজে /রাষ্ট্র কিছু অসুররে সৃষ্টি হয়েছে। 

এগুলো ধংস/বিনাশ হোক দেবী দূর্গার কাছে এটাই হোক এবারের দুর্গাপূজার মূল আরাধনার ও প্রার্থনা বিষয়। 

আবার ও সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন।

জুড়ীরসময়/ডেস্ক