কবিতাঃ "শিক্ষা"




শিক্ষা 
আশিকুর রাহমান ইমাদ

মৌমাছির কাছ থেকে শিক্ষা নাও
কতটা পরিশ্রমী তারা!
পিঁপড়ের কাছ থেকে শিক্ষা নাও
কতটা অধ্যবসায়ী তারা!

বাবুই পাখির কাছ থেকে শিক্ষা নাও
কতটা অক্লান্ত কর্মী তারা!
মাকড়শার কাছ থেকে শিক্ষা নাও
কতটা বুদ্ধিসম্পন্ন তারা!

কুকুরের কাছ থেকে শিক্ষা নাও 
কতটা বিশ্বস্ত তারা!
গাধার কাছ থেকে শিক্ষা নাও
কতটা কষ্ট সহ্যকারী তারা!

গাছগাছালির কাছ থেকে শিক্ষা নাও
কতটা পরোপকারি তারা!
ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে শিক্ষা নাও
কতটা প্রত্যুৎপন্নমতি তারা!

শিক্ষণীয় সবকিছুই পৃথিবী বিস্তৃত।
শিক্ষার আছে আদি, নেই কোন অন্ত।
সবকিছু থেকে শিক্ষা নাও।
মানার বেলায় সু-শিক্ষার বাস্তবায়ন ঘটাও।
যেন তুমি মনুষ্যত্ববোধ খুঁজে পাও।


জুড়ীর সময়/ডেস্ক