কবিতাঃ শান্তি


শান্তি
আশিকুর রাহমান ইমাদ

আজ নেই কোথাও শান্তি!
মানবজীবনে লেগে আছে অশান্তি।
সবার মগজে একটি শব্দের বাস।
কোথায় পাই একটু শান্তির আবাস।


শান্তি অশান্তি আবার কি?
এর বিচারক তো নিজেই তুমি!
যা পাও তা নিয়ে যদি হও খুশি।
শান্তি আসবে ধেয়ে অনেক বেশি।

চাই চাই আরো চাই
যত পাই তত চাই
ব্যাটা অশান্তি তো তুই জন্মাস
তর জীবনে শুধু চাই আর চাই

"লোভ" সেতো লোমহর্ষক শব্দ।
সে ডেকে আনে পাপ,পাপে হয় মৃত্যু।
তারা ভাবে কি করে করা যায় জব্দ।

"হিংসা" সেতো জলন্ত অঙ্গার।
সে পুড়িয়ে করে ছাই।
বাকী রাখে না কোন কিছু আর।

"অহংকার" সেই করে।
যার নেই কোন আকার একার।
তার জীবনে আছে শুধু হাহাকার।

'লোভ, হিংসা, অহংকার"
এদের মাঝেই বিদ্যমান-
অশান্তির পাহাড়।

ত্যাগ কর জাগতিক মোহ।
ধর সঠিক ইসলামের পথ।
শান্তি আসবে শান্তিই আসবে।
আসবে অনাবিল সুখ-সমৃদ্ধ শান্তি।

জুড়ীর সময়/ডেস্ক