কবিতাঃ "এর নামই জীবন"



"এর নামই জীবন"
আশিকুর রাহমান ইমাদ

মনের সাথে যুদ্ধ করে,
আত্মার সাথে সংগ্রাম করে,
সকল বাধা মোকাবিলা করে,
সুদৃঢ় পায়ে এগিয়ে যাওয়ার নামই জীবন।

মনের চাহিদাকে অপূর্ণ রেখে,
মনে পূর্ণদ্যোম রেখে,
নিজেকে লড়াইয়ের মাঠে রেখে,
সম্মুখে অগ্রসর হওয়ার নামই জীবন।

আরাম আয়েশকে ত্যাগ করে,
বিশ্রামহীন ভাবে কাজ করে,
পিছুটানকে ছিন্ন করে,
দুশ্চিন্তাকে ধ্বংস করে,
দেহের সাথে হিসাব নিকাশ করে,
বেঁচে থাকার নামই জীবন।

ভারাক্রান্ত আতীতকে পশ্চাতে ফেলে,
এই বিশ্বকে পিছনে ফেলে,
দুঃখ,দৈন্যকে ছুড়ে ফেলে,
ক্লেশ ক্লান্তিকে মুছে ফেলে,
স্ব-স্থানে অটল থাকার নামই জীবন।

ব্যর্থতাকে সফলতায় রুপান্তর করে,
কালো অধ্যায়কে অতিক্রম করে,
নিজের মনোবলকে নৈরাশ না করে,
ক্ষুদ্র আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। 

জুড়ীর সময়/ডেস্ক