কবিতাঃ "গ্রামীন পরিবেশ"



"গ্রামীন পরিবেশ"
আশিকুর রাহমান ইমাদ

চোখ ধাঁধানো মন বাধানো।
নির্মল পরিবেশ।
এটাই তো আমাদের গর্ব।
এখানে আছি বেশ।

নেই কোলাহল,নেই যানজট।
সবুজ ছায়ায় ঘেরা।
আছে বড় বড় বট।
যেথায় বিশ্রাম নেয় পথিকেরা।

নেই পাঁকা বাড়ী
নেই টাকার পাহাড়।
আছে জীর্ণশীর্ণ বাড়ী।
সাথে দু মুটো আহার।

নেই খুনোখুনি,রাহাজানি।
এসব খারাপ কাজ,
আমরা সবাই জানি।
কড়ায়গণ্ডায় আমরা তা মানি।

যা পাই তা নিয়েই,
সন্তষ্ট থাকি মোরা।
এটাই মোদের ধর্ম
রাত পোহালেই
শুরু হয় মোদের কর্ম।

নেই তো ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষী। 
আমরা তো সুখের আকাঙ্ক্ষী।

নেই তো মোদের,
দুঃখ,ক্লান্তি,ক্লেশ।
হ্যাঁ এটাই মোদের,
গ্রামীণ পরিবেশ।

জুড়ীর সময়/ডেস্ক