কবিতাঃ বাস্তবতা




বাস্তবতা
আশিকুর রাহমান ইমাদ

সবার দুঃখে হাসব আমি।
ঈর্ষান্বিত হব সবার সুখে।
অনাহারীর খাবার কেড়ে নিয়ে,
দেব নিজের মুখে!!!

আজ মানুষের দ্বারে দ্বারে।
বাজছে মৃত্যুর ঘন্টা।
চতুর্দিকে কান্না,উদ্বেগ,উৎকণ্ঠা।

যারা অসহায়ত্বের সুযোগ নিয়ে,
করে রসিকতা।
ওদের কবেই বা ছিলো মানবতা?

ওরা তো মনুষ্যত্ব হীন,
পশুর ন্যায়। 
বুঝতে অক্ষম,
কোনটা ন্যায়,অন্যায়।

মুষ্টিমেয় কতকের জন্য।
আজ রক্ষাকর্তারা প্রশ্নবিদ্ধ।
নীচ স্বার্থের জন্য।
প্রস্তুত সে অন্যকে করতে গুলিবিদ্ধ।

আজ বিলুপ্ত তক্ষক,
এর চেয়েও বিষধর আছেন কতক রক্ষক!
রক্ষকের নামে ভক্ষক এরাই।
নির্লজ্জ এক বিরল প্রাণী।

মানবতা আজ কোথায়?
কোথায় মনুষ্যত্ব?
তোমার বিবেক আজ কোথায়?
সবকিছুর ঘটেছে অপমৃত্যু।

শুধরিয়ে নাওনিজেকে।
নয়তো অনিবার্য ধ্বংস থেকে।
রক্ষা করতে পারবে না কেউ তোমাকে।


জুড়ীর সময়/ডেস্ক