কবিতাঃ "মৃত্যু ও কর্ম"




"মৃত্যু ও কর্ম"
আশিকুর রাহমান ইমাদ

খাঁচা থেকে পাখি বের হয়ে গেলেই
আমি লাশ।
কেউ খুরবে কবর,কেউ কাটবে বাশ।
মা বলবে আমার খোকাকে তোরা
কোথায় নিয়ে যাস?

না গো মা,আমি কোথাও যাচ্ছি না!
আমাকে তুমি যেতে দিও না!
পাষাণ মানুষেরা নিয়ে যাবে আমাকে।

চিৎকার করে বলব আমি,
ছেড়ে দে তোরা আমাকে।
আমার কথা ওরা শুনবে না,
আমি যে আর আমি নই!

পৃথিবীর সাথে আমার আত্মীয়তা 
এখানেই শেষ!
আমি নতুন করে গড়ব আত্মীয়তা!
কর্মের নাই মৃত্যু,হয়না কভু শেষ।

মানুষের জীবন বরফের মত,
অবিরত হচ্ছে সংকুচিত।
মানুষের কর্মের নাই তো ক্ষয় লয়।
হাজার বছর পরেও মানুষ মনে লয়।

মানুষের জীবন চিরস্থায়ী নহে
কিন্তু-
মানুষ বাচে তার কর্মের মধ্যে।
বয়সের মধ্যে নহে।

জুড়ীর সময়/ডেস্ক