কবিতাঃ বীরপুরুষ



বীরপুরুষ
আশিকুর রাহমান ইমাদ

তুমি বিদ্রোহী।
তুমি বীর।
তুমি উন্নত মম শির।

তুমি চিরদূর্দম,দুর্বিনীত।
তুমি কর নি ত,
বাতিলের কাছে মাথা নত।

অশুভ শক্তির হুমকিতে
কর নি কভু ভয়
বিদ্রোহের হুংকার দিয়ে 
করেছো সত্যের জয়

তুমি কলমের কালি দিয়ে।
বাতিলের শান্তি করেছো হরণ।
অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে গিয়ে।
করেছো কারাবরণ। 

১২১ তম জন্মদিনে। 
করছি তোমায় স্মরণ। 
তোমার কর্ম বেঁচে রবে চিরকাল।
কখনো হবে না মরণ।


জুড়ীর সময়/ডেস্ক