কবিতাঃ " ঘরে থাকি ”


ঘরে থাকি 

মোঃ আব্দুল ওয়াহীদ


করোনার থাপ্পড়ে,
মরণের চাপ পড়ে,
ঘরে বাস, চেহারায় -
বয়সের ছাপ পড়ে।

কত ধনি, নির্ধন,
দাতা কিবা ‘কিরপন’,
ছাড় নেই অভিধানে -
চালু কিবা ধীর জন।

আমেরিকা, লন্ডন,
জীবাণুতে ভন ভন,
উহানের করোনায় -
বিনি সুতা বন্ধন।

বেঁচে রই এক পথে-
সব মিলে ‘নেক’ মতে-
যার যার ঘরে থাকি,
ভাইরাস দূরে রাখি।

লেখক: সিনিয়র শিক্ষক, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সিলেট

জুড়ীর সময়/ডেস্ক