কবিতাঃ কবর



কবর
আশিকুর রাহমান ইমাদ

কবর অধীর, 
আগ্রহে অপেক্ষমান।
কবে হবে আমার,
জীবনাবসান।

কবে যাবো আমি,
কবরের ভিতরে।
আর কবেই ডুকব আমি,
কবরের উদরে।

যদি না মান্য করি,
আল্লাহর দেয়া বিধানকে।
সাঁজা তো পেতেই হবে,
এই দায়িত্বই দেয়া হয়েছে কবরকে।

আমি ডুবে আছি,
দুনিয়ার চাকচিক্যময় জগতে।
আমি কি প্রস্তুত আছি,
কবরের শাস্তি ভোগতে?

যেমন কর্ম তেমন ফলন।
হবে যে প্রতিফলন কবরে,
ক্ষমা করে দিও হে রাহমান আমারে।

জুড়ীর সময়/ডেস্ক