জুড়ীতে গঠিত হয়েছে নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ



স্টাফ রিপোর্টার::
জুড়ী উপজেলার কয়েকজন তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ গঠিত হয়েছে।

গত ২৪ মে জুম অ্যাপসের মাধ্যমে জুড়ী উপজেলায় ১৩৬ তম শাখা হিসেবে কমিটি গঠন হয়েছে।

নাগরী বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ জুড়ী উপজেলা কমিটির সমন্বয়ক আফজাল হোসাইন, সভাপতি নুরুল হক দফাদার, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহিদ তামিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, প্রচার সম্পাদক জালাল আহমদ মাহিন, মহিলা বিষয়ক সম্পাদিকা সোহানা শাহরিন পলি, কোষাধ্যক্ষ রিয়াজ আহমদ, শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক সাকের আহমদ রুমন, দপ্তর সম্পাদক সুমন আহমদ।

কমিটির সমন্বয়ক আফজাল হোসাইন বলেন, ১৩৬ তম নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ গঠিত হয়েছে আমদের জুড়ীতে। এতে আমরা খুবই আনন্দিত পাশাপাশি আমাদের সিলেটের আঞ্চলিক ভাষার চর্চা যাতে বজায় থাকে এই নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ মাধ্যমে এই কামনা করছি।

জুড়ীর সময়/ডেস্ক