উপহার নিয়ে জুড়ীর কর্মহীন মানুষের পাশে প্রবাসীরা



আব্দুস সবুর
::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব-জুড়ী ইউনিয়নের কর্মহীন অসহায় দরিদ্র মানুষের পাশে এগিয়ে এসেছেন পূর্ব-জুড়ীর প্রবাসীরা। দ্বিতীয় দফায় উপহার পেলো আরও প্রায় ২২০ পরিবার।

কেউ পরিবারের দায়িত্ব নিয়ে কাজের জন্য আবার কেউ উন্নত জীবনজাপনের জন্য পরিবার নিয়ে প্রবাসে অবস্থান করছেন। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোবিড-১৯) এর আক্রমনে বিশ্ববাসী একসাথে অসহায়। কোবিড-১৯ এর সংক্রমণ এড়াতে করা হচ্ছে লকডাউন। সংক্রমিত দেশ গুলোর মতো বাংলাদেশেও লকডাউন এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন সকল কর্মজীবীরা। কোবিড-১৯ এর আক্রমণ থেকে রক্ষার্থে করা লকডাউনে কর্মহীন প্রবাসীরাও। এ মহাসংকটকালে সরকারের পক্ষথেকে খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে এবং বিত্তবানদের ও এগিয়ে আসার জন্য আহব্বান করা হয়েছে।
এর ধারাবাহিকতায় আমেরিকা, কানাডা, লন্ডন, ফ্রান্স, সৌদি আরব, ইতালি, কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া পূর্ব-জুড়ীর প্রবাসীরা সম্মীলিত হয়ে উপহার নিয়ে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন।

আমেরিকা প্রবাসী নাসির উদ্দিন, দুবাই প্রবাসী আজমল আলী, আমেরিকা প্রবাসী হাজী মোহাম্মদ আব্দুল মুক্তাদির, আয়্যাকপাম বিজন, লন্ডন প্রবাসী ফখরুল ইসলাম, কানাডা প্রবাসী সেলিম উদ্দিন, আজিম আহমদ এর গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আমেরিকায় জামিল আহমদ, রাহেদ উদ্দিন, সালেক সানি, সাহেদ আহমেদ। কানাডায় সেলিম উদ্দিন,আজিম আহমদ। লন্ডনে ফখরুল ইসলাম, জালাল মিয়া, ইফতেখার। ফ্রান্সে রুহেল উদ্দিন, দেলোয়ার আহমদ, হাবিবুর রহমান। কাতারে রিয়াজ আহমদ,সাইন উদ্দিন রুহেল,সুহেল আহমদ, রুমেল উদ্দিন। ইতালিতে জাহেদ হাসান, আবু বক্কর।দুবাইয়ে ফখরুল ইসলাম,মুজিব আহমদ। সৌদি আরবে মুহিবুর রহমান টাকা সংগ্রহ করেন। সাহায্যে আগ্রহী পূর্ব-জুড়ীর প্রবাসীরা তাদের সাথে এগিয়ে আসেন।

প্রথম দফায় গত বুধবার ২২ এপ্রিল উপহার সামগ্রী ইউনিয়নের বড়ধামাই, টালিয়াউরা, দক্ষিণ বড়ধামাই (শরীফকোনা), ছোটধামাই গ্রামের প্রায় ৫৩০ জনের পরিবারে পৌঁছে দেওয়া হয়েছিল।

দ্বিতীয় দফায় আজ শুক্রবার (১৫ মে) দুপুরে পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর, দুর্গাপুর, জামকান্দি ওয়ার্ডের আরও প্রায় ২২০ পরিবারে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম জালাল উদ্দীন, ইউপি সদস্য ইয়াকুব আলী, ছওয়াব আলী, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সমাজ সেবক খালেদ হোসাইন অভি, ছাত্রলীগ নেতা রাজিবুর রহমান, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, আব্দুল হান্নান, আজিম উদ্দিন, ছবুর, আবু তাহের, জয়নুল আবেদিন, রোমান আহমদ প্রমূখ।

জুড়ীর সময়/এমএইচএম