জুড়ীতে সিএনজি ড্রাইভারদের রমজানের উপহার সামগ্রী দিলেন শিপলু



স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা দরিদ্র সিএনজি ড্রাইভারদের রমজানের উপহার সামগ্রী দিলেন শিপলু।

আজ বৃহস্পতিবার( ১৪মে) দুপুর ১২ টার দিকে নিজ বাসার সামনে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন।

এমএ মুহিত শিপলু বলেন, আমাদের উদ্দেশ্য করোনা মোকাবিলায় সবাইকে ঘরমূখী করে রাখা। একই সাথে এই মহামারিতে যাতে অসহায়, দুস্থ, দিনমজুর মানুষেরা সরকারি নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে না বের হয়এজন্য তাদের খাবার সামগ্রী দিয়ে সঙ্গরোধে উদ্বুদ্ধ করা।তিনি আরও বলেন, আমরা কষ্ট করে সচেতন হয়ে যদি নিয়ম মেনে চলি, তাহলে করোনার প্রাদুর্ভাব রোধ করা সম্ভব। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে যারা দিন আনে দিন খায় তাদের মধ্যে সিএনজি চালকরা অন্যতম যাদের পক্ষে খাদ্যের যোগান দেওয়া অসম্ভব কষ্টের। তাই আমি আমার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি সবাইকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছি।

জুড়ীর সময়/ডেস্ক