কবিতাঃ "টাকা"


"টাকা"
আশিকুর রাহমান ইমাদ

টাকা কোথায় পাই?
হন্যে হয়ে খুঁজে বেড়াই।
চাই চাই আরো চাই।
চাওয়ার কোন শেষ নাই।

হালাল,হারাম আবার কি?
টাকা হলেই হলো।
যাচাই করার দরকার কি।

টাকা তুই বড়ই অকর্মণ্য।
কাউকে করতে পারিস না ধন্য।
যে পায় যত, সে চায় তত।
তুই হলে চুম্বকেরই মত।

টাকা তর জোর এতই প্রবল।
সত্যকে মিথ্যায় আর মিথ্যাকে সত্যে,
রূপান্তর করতে পারিস।
প্রয়োগ না করেই বল।

টাকা তুই হলে এতই বিষাক্ত।
তর জন্য আপন ভাইকে, 
করতে দ্বিধা করে না রক্তাক্ত।

টাকা তুই অশান্তির মূল।
টাকা তুই হারিয়ে দিতে পারিস,
মানুষের জীবনের কূল।
তুই হলে ধ্বংসেরই মূল।

জুড়ীর সময়/ডেস্ক