জুড়ীতে গত মাসে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করলেন ইউএনও



স্টাফ রিপোর্টার::


জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক গত এপ্রিল মাসে ১৬টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮, দন্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০১৯-এর বিভিন্ন ধারায় ১২৫ জন ব্যক্তিকে ১ লাখ ৫৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ১২৫টি মামলা দেয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকানো, সামাজিক দুরত্ব নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং তথা সাধারণ মানুষের জান-মালের সুরক্ষায় সময়ে সময়ে সরকার নির্দেশিত আইনের যথাযথ প্রয়োগ করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ ও সেনা সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত গুলো পরিচালনা করা হয়।

জুড়ীর সময়/ডেস্ক