জুড়ীতে ২০০টি পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন শিপলু



স্টাফ রিপোর্টার::

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন এর পশ্চিম বাছিরপুর ওয়ার্ডে ২০০টি পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন শিপলু।

আজ শনিবার ( ১৬ মে) বিকালে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা দরিদ্র ও অসহায়দের রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্য সামগ্রী হলো চাল ৭ কেজি, আলু ৩, টমেটো ১, ডেড়স ১ কেজিসহ মোট ১২ কেজি।

এমএ মুহিত শিপলু বলেন, আমাদের উদ্দেশ্য করোনা মোকাবিলায় সবাইকে ঘরমূখী করে রাখা। একই সাথে এই মহামারিতে যাতে অসহায়, দুস্থ, দিনমজুর মানুষেরা সরকারি নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে না বের হয় এজন্য তাদের খাবার সামগ্রী দিয়ে সঙ্গরোধে উদ্বুদ্ধ করা।

তিনি আরও বলেন, আমরা কষ্ট করে সচেতন হয়ে যদি নিয়ম মেনে চলি, তাহলে করোনার প্রাদুর্ভাব রোধ করা সম্ভব। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা খুব খারাপ। তাই আমি আমার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি সবাইকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছি।

জুড়ীর সময়/ডেস্ক