কবিতাঃ "ঈদ"



"ঈদ"
আশিকুর রাহমান ইমাদ


ঈদ মানে আনন্দ।
ঈদ মানে হাসি।
ঈদ মানে থাকা চাই,
সবাই হাসিখুশি।

ঈদ মানে নতুন পোশাকের-
সেই ঘ্রান।
যেন ফিরে পাই,
নতুন এক প্রাণ।

ঈদ মানে ভূলে যাওয়া।
সকল ভেদাভেদ।
ঈদ মানে কোলাকোলি।
নাই কোন বংশভেদ।

ঈদ মানে আনন্দ চতুর্মুখী।
ঈদ মানে পাশে দাঁড়ানো।
যারা আছে গরীব-দুঃখি।

ঈদ মানে এতিমের মাথায়,
হাত বুলিয়ে দেওয়া।
ঈদ মানে অসহায়দের দিকে,
হাত বাড়িয়ে দেওয়া।

ঈদ আসুক বারবার,
আমাদের জীবনে।
যেন মোরা পেতে পারি পার,
মহানন্দের পানে।

ঈদ আসুক আবার,
নিয়ে অসীম আনন্দ।
ঈদ আসুক অনেকবার।
মুছে দিতে অতীতের কষ্ট।

(সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা,ঈদ মোবারাক)

জুড়ীর সময়/ডেস্ক