মৌলভীবাজারে ৪৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলো জেলা পরিষদ



স্টাফ রিপোর্টার::
করোনা পরিস্থিতি মোকাবিলা ও পবিত্র রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলা পরিষদ সাতটি উপজেলায় ৪ হাজার ৫শ দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ চত্তরে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে দুস্থ ও অসহায় মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন- নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদসহ জেলা পরিষদ সদস্যবৃন্দ।

পরে জেলার সাতটি উপজেলায় ৪ হাজার ৫শ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনা পরিস্থিতিতে এর আগে জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে ৫ হাজার পরিবারকে ত্রান ও ৭শ কৃষি পরিবারকে কৃষি সহায়তা দিয়েছে।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান জানান, করোনা পরিস্থিতির কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। এই করোনা সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি ২য় বারের মতো জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে জেলার কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়াস। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কৃষি পরিবারকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন জাতের বীজ ৭শ পরিবারকে এর আগে দেয়া হয়েছে। সবার সমন্বিত প্রচেষ্টায় করোনাকে জয় আমরা করবো।

জুড়ীর সময়/ডেস্ক